• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

এপ্রিলে নির্বাচনের বিষয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৯, ২০২৫, ০২:১৭ পিএম
এপ্রিলে নির্বাচনের বিষয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য যে তারিখ দেওয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৯ জুন) সকালে কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব একথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমের গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন এটি দুঃখজনক।

এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য যে তারিখ দেওয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৯ জুন) সকালে কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব একথা বলেন।
 
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমের গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন এটি দুঃখজনক।
অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন।’
স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে উল্লেখ করে তিনি বলেন, ‘স্থানীয় সরকারে জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবাগুলো থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে বলা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!